Saturday, April 27সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না: রিমি এমপি

সাইদুল ইসলাম রনি,গাজীপুরঃ এই ঘর সরকারের, এইটা আপনার বাড়ী, এটাকে আপনার যত্ন নিতে হবে, আপনাকে দেখে রাখতে হবে। নিজের শরীরের যেমন যত্ন নিতে হয়। নিজের বাচ্চার যেমন যত্ন নিতে হয়। এইটা ঠিক তেমনি। যারা গৃহহীন, যাদের জমি নেই, যাদের কোনো কিছু নেই তাদের জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রচেষ্টা ছিলো। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে চিন্তা করেন, দেশে একটি মানুষও গৃহহীন থাকবেনা।
বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও সংষ্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা আশ্রয়ন-২ প্রকল্প সংক্রান্ত বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় এসব কথা বলেন ৷
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সভায় আরো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুহিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. রাশিদুজ্জামান মিয়া, উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আখতার মনি, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোসাঃ জাহানারা বেগম, ইউপি চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, শফিকুল হাকিম মোল্লা হিরন, সাখাওয়াত হোসেন প্রধান, গাজীপুর সাংবাদিক ইউনিয়ণ যুগ্ম আহবায়ক নুরুল আমীন সিকদার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবঃ হাই সিকদার, আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন