Friday, April 26সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটে গর্ভবতী স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুডন্ড ও জরিমানা

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে হত্যার দায়ে স্বামী জুয়েল কে মৃত্যুডন্ডাদ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩শে জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগম কে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করলে এতে সন্দেহের সৃষ্টি হলে এলাকা বাসী পুলিশকে খবর দিলে জুয়েল কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ২০০৭ সালে ২৪শে জুলাই ক্ষেতলাল থানায় নিহতের বড় বোন রাবেয়া খাতুন হত্যা মামলা দায়ের করেন।

মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিল কে হত্যাকান্ডের সংশ্লিষ্টতা না পওয়ায় আদালত তাদেরকে খালাস প্রদান করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল।

শেয়ার বাটন