Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটা শারদীয় দূর্গাপূজা ও শেখ রাসেলের জন্মদিন পালনে প্রস্তুতি সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা ও শেখ রাসেলের জন্মদিন পালনে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার ১২ অক্টোবর, ২৩ ইং সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুসালাম সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা মহিলা কর্মকর্তা শফিইল বশার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলার ২১টি দূর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো ও আগুন নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় সরঞ্জামাদী রাখার নির্দেশনা প্রদান করা হয়। আর এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক মন্দিরে যে বাজেট দিয়েছেন সেটা অতি দ্রুত স্ব স্ব কমিটির নিকট প্রেরন করা হবে বলে সভায় জানানো হয়।

শেয়ার বাটন