Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ঢাকা জেলার দোহারে তিন ইউপিতেই নৌকার জয়

মোঃ শাহীন‌উজ্জামান শাহীন, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর পর ঢাকা দোহার উপজেলার ৩টি ইউনিয়ন রায়পাড়া,মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন।

বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন এর মাধ্যমে টানা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন

দোহার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।

বিজয়ী নৌকার প্রার্থীরা হলেন,রাইপাড়ায় মো.আমজাদ হোসেন,সুতারপাড়া’য় শেখ নাসির উদ্দিন ও মাহমুদপুরে বীর মুক্তিযোদ্ধা মো.আইয়ুব আলী।

রাইপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৬,২১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী চশমা প্রতীকের মো.নুরুল হক পেয়েছেন ১,৭০৮ ভোট।

এছাড়া আব্দুর রশিদ (মোটর সাইকেল) ৯১৭ ভোট, মোহাম্মদ আলী হোসেন (আনারস) ১,৪৪৭ ভোট ও ইসলামী আন্দোলন মো.শহীদুল (হাতপাখা) ৩৬১ ভোট পেয়েছেন।

সুতারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩,১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
চঞ্চল মোল্লা (চশমা) পেয়েছেন ২,৪৬৯ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল মালেক (হাতপাখা) ১,২২৫ ভোট, নুরুল আলম (আনারস) ১,৫০৭ ভোট,পারুল আক্তার (রজনীগন্ধা) ৭৩ ভোট, বায়েজিদ হোসেন (দুটি পাতা) ৪৫৩ ভোট,

মেহেদী হাসান সাদ্দাম (টেলিফোন) ১,৯৯৪ ভোট, মো. আজাদ রহমান (মোটর সাইকেল) ৩৫৮ ভোট ও হায়দার আলী বেপারী (অটোরিক্সা) ১৩১৯ ভোট।

মাহমুদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী পেয়েছেন ৪,৫৬৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক উজ্জামান (আনারস) পেয়েছেন ৩,২৪৭ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নুরুল ইসলাম (হাতপাখা) ১,৪০৯ ভোট পান।

দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় তিন ইউনিয়নের ভোটকেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই নারী পুরুষরা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নিজের ভোট প্রয়োগ করেছেন। তবে ইভিএম এর কারনে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।

কিন্ত দীর্ঘদিন পর ভোট দিতে পেরে খুশি ছিলেন ভোটাররা ও। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে তিন ইউনিয়নে ১৭ জন

চেয়ারম্যান প্রার্থী,সংরক্ষিত মহিলা সদস্য ৩৬ জন ও ১৩৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

এবিষয়ে রিটানিং কর্মকর্তা ও দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল ইসলাম জানান,তিন ইউনিয়নে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার ছিল।

এ নির্বাচনে ৬ জন ম্যাজিস্ট্রেট,১ প্লাটুন বিজিবি,র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ,আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় বন্ধ থাকার দীর্ঘ ২০ বছর পর বুধবার এ তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার বাটন