Friday, April 26সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটের কৃষাণ কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে শতাধিক কৃষাণ-কৃষাণীদের নিয়ে নিরাপদ চাষাবাদের হাতিয়ার কেচো সার উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) বিকালে পিকেএসএফ ও স্থানীয় এনজিও জাকস ফাউন্ডেশনের উদ্যোগে আক্কেলপুর উপজেলার হোসেনপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।

আরও উপস্থিত ছিলেন আক্কেলপুর শাখার শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ, প্রকল্প ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান, মার্কেটিং ম্যানেজার কাজী জাকির হোসেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জাহিদ হোসেন সহ উপকরণ সরবরাহকারী, সবজি পাইকার, আড়ৎদার ও সবজি উৎপাদনকারী কৃষকগণ।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

শেয়ার বাটন