Friday, March 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

মোখার আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গনের আশঙ্কায় উপকূলবর্তী মানুষ

বি এম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া সহ কয়েকটি ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বেড়িবাঁধ ভাঙ্গনের আশঙ্কায় উপকূলবর্তী লক্ষাদিক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিগত দিনে এ সকল ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বেড়িবাঁধ ভেঙে দীর্ঘদিন লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করতে হয়েছে। এমন আশঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠের মধ্যে উপকূলবর্তী মানুষ দিন কাটাচ্ছে বলে জানা গেছে। এ সকল বিষয় নিয়ে ঘূর্ণিঝড় পরবর্তী জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত ইউএনও দিপা রানী সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খানের সঞ্চালনায় সভায় উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিনিধি ডঃ আব্দুর রহমান, ওসি প্রতিনিধি এস আই জাহাঙ্গীর হোসেন, এ্যাকাডেমিক সুপার হাসানুজ্জামান, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়ল, উপজেলা সিপিপি’র সভাপতি আব্দুল জলিল মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে সাইক্লোন সেন্টারের পাশাপাশি কন্ট্রোল রুম খোলা, আশ্রয় কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ কেন্দ্রগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এসব কেন্দ্রে শুকনা খাবার এবং শিশু খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ ও জনগণকে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার বাটন