Monday, September 8সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

উপহার পেলো সাতক্ষীরার নিহত দশ পুলিশ সদস্যের পরিবার

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি: পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে সাতক্ষীরায় শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) জেলা পুলিশ লাইন্স মাঠে প্রতীকী শ্রদ্ধা মঞ্চে শ্রদ্ধাঞ্জলি দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

শ্রদ্ধা শেষে বিভিন্ন সময়ে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভায় অংশ নেন জেলা পুলিশের কর্মকর্তারা।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ত্যাগ পুলিশ বাহিনী সব সময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। নিহতদের পরিবারের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকবো।

আলোচনা শেষে সাতক্ষীরার নিহত দশ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়।

শেয়ার বাটন