Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আক্কেলপুরে ক্রেতাদের সাথে কৃষকদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুরে জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর সবজির বড় ক্রেতাদের সাথে কৃষকদের বাজার সংযোগ সভা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জাকস ফাউন্ডেশনের আক্কেলপুর শাখা অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক প্রোগ্রাম মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান, সহকারী রিজিওনাল ম্যানেজার মকবুল হোসেন, শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটসহ আক্কেলপুর উপজেলার সবজি ক্রেতা ও কৃষকগণ।

এ সময় বক্তারা প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং সবজি ক্রেতাগণ কৃষকের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে ক্রয়ের এবং কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। পাশাপাশি কৃষকগণ নিরাপদ উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রয়ে আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার বাটন