Sunday, September 7সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাতক্ষীরা জেলা কৃষকলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি: নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত জেলা কৃষকলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পাটকেলঘাটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা কৃষকলীগের সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইদ্রিজত সাধু, কৃষকলীগ নেতা সমীর দাস, আনারুল ইসলাম, সংকর কুমার দে, হাফিজুল ইসলাম হাফিজসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ নভেম্বর জেলা কৃষকলীগের সম্মেলন হলেও সেখানে নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে কমিটি করার ঘোষনা দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে ঢাকায় গিয়ে তারা ফারাহানা আক্তার রুবিকে সভাপতি ও জুয়েলকে সেক্রেটারী করে সাতক্ষীরা জেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। ত্যাগী নেতাদের উপেক্ষা করে এই কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

মানববন্ধনের শেষে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচ রাস্তার মোড়স্থ সড়কে গিয়ে শেষ হয়।

শেয়ার বাটন