Thursday, November 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

পল্টনের রাস্তা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আল সাদি, নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামের পাশের রাস্তা থেকে এক বৃদ্ধর (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম। বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুরের হাজি ভাংগা গ্রামে।

শনিবার ৭ (অক্টোবর) বিকেল ৩টার দিকে পল্টন আউটার স্টেডিয়ামসংলগ্ন রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আউটার স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশে থেকে ওই ব্যক্তির মৃদেহটি উদ্ধার করা হয়। তিনি ভবঘুরে ছিলেন। এবং ওই এলাকায় ঘোরাঘুরি করতেন।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে সিআইডি ক্রাইমসিন ইউনিট ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে ঠিকানা সংগ্রহ করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার বাটন