Tuesday, September 2সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আক্কেলপুরে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত-১

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা এলাকায় ইট বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে পড়ে চালকের সহকারী মিঠুন হোসেন দয়াল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মিঠুন উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ এপ্রিল) সকালে আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ইট নিয়ে রায়কালীর দিকে যাচ্ছিলেন মিঠুন ও তার ভাই হাসান। হাসান গাড়ি চালাচ্ছিলেন এবং মিঠুন হেলপারি করছিলেন। পথিমধ্যে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে গেলে তারা দুজনেই আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার বাটন