নিহত পুলিশ সদস্য হত্যা ঘটনায় গ্রেপ্তার-৩
হাসানুজ্জামান সুমন, বিশেষ-প্রতিনিধি: গতকাল সোমবার (৩ জুলাই) দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান।গত শনিবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন ছিনতাইকারীর বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।অতিরিক্ত কমিশনার বলেন, আমাদের একটা জিনিস বুঝতে হবে, পার্সোনাল বিলংগিংস বা ব্যক্তিগত ছোটখাটো জিনিসপত্র ও নিজের শরীরের নিরাপত্তা প্রত্যেককে তাঁর নিতে হবে। রাষ্ট্রের অবশ্যই নিরাপত্তার দায়িত্ব আছে। কিন্তু কেউ যদি রাতের বেলায় মুঠোফোনে কথা বলে। অনেকে গাড়ির মধ্যে বসে কথা বলে কিন্তু মুঠোফোনটি বাইরে রাখেন। এতে টান দিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, কনস্টেবল মনিরুজ্জামান হত্যার ঘটনায় ডিএমপির তেজগাঁও থানা–পুলিশ...








