অবহেলিত সাতক্ষীরা জেলার উন্নয়ন বাধাগ্রস্তে অপপ্রচারের নিন্দা ও জেলার উন্নয়নের দাবি
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে "উন্নয়ন বরাদ্দে বৈষম্য থামছে না: স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার পিএসের বরাদ্দ সিন্ডিকেট সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ" শিরোনামে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদের শিরোনামে উল্লেখিত ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দের বিষয়টি অসত্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বৈষম্যে জর্জরিত সাতক্ষীরা জেলা উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য দ্রæত পদক্ষেপ নিতে হবে। এছাড়া সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা, যেটা জাতীয় রাজস্বতে একটি বড় ভূমিকা রাখে। সেই এই জেলায় গত ১৫ বছর কোনো উন্নয়নের ছ...









