
মানবতার মুর্ত প্রতীক “আব্দুল মোতালেব” এঁর ২২তম মৃত্যুবার্ষিকী আজ
অসাধারণ কর্মবীর, শিক্ষা বিস্তারে অভূতপূর্ব অবদান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সাংবাদিকতার পথিকৃৎ, ক্রীড়া-সংস্কৃতি-সামাজিকতা পৃষ্ঠপোষক, স্কাউটিং-রেডক্রিসেন্ট আন্দোলনের অগ্রসৈনিক, বেকার-অবহেলিত-নির্যাতিত মানুষের ঠিকানা, মানবতার মুর্ত প্রতীক ছিলেন তিনি।
আব্দুল মোতালেব আজ বেঁচে নেই, বেঁচে আছে তাঁর সুকর্ম, কর্মযজ্ঞ। তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাত নসিব করুন।
সমাজ, সরকার, রাষ্ট্রেরও তো দায়বদ্ধতা আছে। এমন একজন মহান ব্যক্তিত্বকে স্মরণীয় রাখতে "স্বাধীনতা বা একুশে পদকে" ভূষিত করা সময়ের দাবী।
কলমে: তৈয়ব হাসান শামসুজ্জামান, ফিফা রেফারি
...