৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ শওকত ও মোঃ বাপ্পি।গতকাল সোমবার (২২ আগস্ট ২০২২) সন্ধ্যা ৬:৩০ টায় এজিবি কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ মতিঝিল থানার এজিবি কলোনীর আল হেলাল জোনের গেইটের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে শওকত ও বাপ্পিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞা...









