
ইমরান খানকে নিয়ে রাশিয়ার অভিযোগ অস্বীকার করল আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের অবাধ্যতার কারণে তাকে আমেরিকা শাস্তি দেয়ার চেষ্টা করছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল বলেছে, আমেরিকা কোন দেশে একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি রাজনৈতিক দলকে সমর্থন করে না।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল এক বিবৃতিতে বলেছেন, 'অবাধ্য' ইমরান খানকে শাস্তি দেয়ার জন্য আমেরিকা চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে তিনি বলেন, “রাশিয়া লক্ষ্য করছে যে, পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শক্রমে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। তার আগে ইমরান খান ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মস্কো সফর করেন। সফরের ঘোষণা দেয়ার পরপরই আমেরিকা এবং তাদের পশ্চিমা মিত্ররা প্রধানমন্ত্রী...