২১ফেব্রুয়ারি উপলক্ষে ডিএমপির গমনাগমন ও ট্রাফিক নির্দেশনা
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ সুশৃঙ্খলভাবে পালনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাসমূহে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) বিকাল ৩টা পর্যন্ত নিম্নোল্লিখিত পয়েন্টে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে:১. শাহবাগ ক্রসিং২. টিএসসি ক্রসিং৩. দোয়েল চত্বর ক্রসিং৪. হাইকোর্ট ক্রসিং৫. শহিদুল্লাহ হল ক্রসিং৬. জিমনেশিয়াম মাঠ গেইট৭. রোমানা ক্রসিং৮. জগন্নাথ হল ক্রসিং৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং১০. নীলক্ষেত ক্রসিং১১. পলাশী ক্রসিং১২. বকশি বাজার ক্রসিং১৩. চাঁনখারপুল ক্রসিংযানবাহন চলাচলের বিকল্প রাস্তা-১. কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং২. শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে...









