
‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তিতে আর বাধা নেই
বিনোদন ডেস্ক: শুরুতেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমা মুক্তিতে আপত্তি জানিয়েছিল গঙ্গুবাইয়ের পরিবার। দিন কয়েক আগেই প্রয়াত গঙ্গুবাইয়ের দত্তক পুত্র সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এই ছবির মুক্তি আটকাতে।
পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে অবমাননা করা হয়েছে গঙ্গুবাই-এর, এই ছবি তাঁর পরিবারের জন্য মানহানিকর, এমন দাবি করেছিলেন গঙ্গুবাই-এর পুত্র বাবুরাও।
তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে আর মুক্তিতে কোনও বাধা রইল না আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বনশালির আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান, ‘আমরা এমন একটা ছবি নিয়ে আলোচনা করছি, যা এখনও কেউ দেখেনি। সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়েছে ছবিটিকে। তাই এই ছবির মুক্তি আটকানোর জন্য একটা খুব জোরালো কারণের প্রয়োজন’।
আইনজীবী সুন্দরম আরও বলেন, ছবিটি দেখে তবেই বিচার করা উচিত সেটি...