মাদারীপুরে মা-মেয়েকে চাপা দিয়ে পালিয়ে গেলো ট্রাক
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের হারুণ ফরাজীর স্ত্রী জিয়াসমিন বেগম (৩৬) ও তার মেয়ে মাহফুজা আক্তার (৭)।
স্থানীয়রা বলেন, সকাল ১০টার দিকে ভ্যানে করে শিবচর শহরের দিকে আসছিলেন জিয়াসমিন বেগম ও তার মেয়ে। এসময় মাদারীপুরগামী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান থেকে পড়ে মেয়ে মাহফুজা আক্তার মারা যায়। গুরুতর আহত জিয়াসমিন, ভ্যানচালক ও আরেক যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মা জিয়াসমিন বেগমও মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোস...









