
প্রয়াত খলিলুউল্লাহ ঝড়ু’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা`র সভপতি মরহুম খলিলুউল্লাহ ঝড়ু’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা। শুক্রবার সমিতির পান্থপথস্থ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খলিলুউল্লাহ ঝড়ুর স্মৃতি চারণ করে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। সাতক্ষীরাবাসীর কল্যাণে তিনি সব সময় কাজ করেছেন।বক্তারা আরো বলেন, তাঁর কাছে সবাই ছিলেন সমান, তাঁর কাছে কোনো কাজের জন্য গেলে তিনি আন্তরিকতার সাথে শুনতেন এবং খুব দ্রুতই সমাধানের চেষ্টা করতেন। এই মানুষটি সাদামাটা জীবনযাপন করতেন। তিনি ছিলেন সাতক্ষীরার গনমানুষের আপন জন।ঘূর্ণিঝড় আইলার বিশাল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান ও সাহায্যের হাত বাড়ান। এছাড়া তিনি উপকুলিয় মানুষে পানীয় জলের ব্যবস্থা করেন, বাঁধ সংস্কার করে মা...