দশ হাজার ইয়াবাসহ আটক-৩
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতদের নাম আমির হোসেন, মোঃ সালামত উল্লাহ ও মোঃ শাহাদত হোসেন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।আজ রবিবার সকালে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, কয়েকজন লোক উত্তরা পশ্চিম থানার ১৩ নাম্বার সেক্টরের সোনারগাঁও জনপথ মোড় এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থ...