
দেবহাটায় শীতার্ত অসহায় মানুষের শতাধিক শীতবস্ত্র বিতরণ ইউএনওর
রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেবহাটায় ছিন্নমূল ও দুঃস্থ শীতার্ত অসহায় মানুষদেরকে ইউএনও শীতবস্ত্র বিতরণ করেছেন। বুধবার ২০ ডিসেম্বর, ২৩ ইং সন্ধ্যার পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এই শীতবস্ত্র বিতরন করেন। গত কয়েকদিনের প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো যখন কষ্ট পাচ্ছে তখনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান সেইসব অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে এগিয়ে এসেছেন। ইউএনও দেবহাটা উপজেলার সখিপুর ঋষি পল্লী, বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ও রাস্তায় অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। বয়োবৃদ্ধ মানুষ, শিশুসহ নারীদেরকে তিনি এসময় শীতবস্ত্রগুলো বিতরন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার অসহায় মানুষদেরকে বলেন, সরকার বিভিন্নভাবে আপনাদের কল্যানে কাজ করছে। তিনি বলেন, এই শীতবস্ত্র বিতরন অব্যাহত থাকবে এবং যেকোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করলে সকল ধরন...