
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরদী-আটঘরিয়ায় আ’লীগের ব্যাপক প্রস্তুতি
পাবনা প্রতিনিধি:দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঈশ্বরদী-আটঘরিয়ায় ইতোমধ্যে আগাম প্রস্তুতি শুরু হয়েছে।দলীয় সভাপতি ও সরকার প্রধানকে বরণ করে নিতে বিভিন্ন আগাম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রতিদিনই স্থানীয় এমপির নেতৃত্বে প্রস্তুতি সভা করছেন এ এলাকার আ:লীগ নেতাকর্মীরা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে প্রস্তুতি সভা হচ্ছে।পাবনা ৪ আসনের সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস এমপির নির্দেশে ঈশ্বরদী উপজেলা আ:লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও আটঘরিয়া উপজেলা আ:লীগের সভাপতি শহিদুল ইস...