
ডিবি পরিচয়ে কেউ গাড়িতে উঠতে বললে কী করতে হবে জানালেন হারুন
নিজস্ব প্রতিনিধিঃ ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ মাঝে মাঝেই আসে। তবে সব সময় যে এতে গোয়েন্দা বাহিনী জড়িত থাকে বিষয়টা এমন নয়। তাই , ডিবি পরিচয় দিলেই গাড়িতে উঠবেন না, যাচাই করবেন। এমন পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটলে প্রয়োজনে আশেপাশের মানুষের সাহায্য নিবেন। সচেতন হলেই অপ্রীতিকর সমস্যার সমাধান সম্ভব।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান বলেন, অনেকেই আমাদের নাম ব্যাবহার করে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে জরু...