
দুর্গা পূজাকে সামনে রেখে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: দুর্গা পূজাকে সামনে রেখে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আগস্ট ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এসব কথা বলেন।হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করতে ডিএমপির সকল পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)। তিনি বলেন, ঢাকা মহানগরের পুজামন্ডপে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেই জন্য আমাদের সকলকে পূজা চলাকালীন সময়ে পরিশ্রম করতে হবে।কমিশনার বলেন, এ বছর পুজা মণ্ডপে আনসার সদস্য স্থায়ী ভাবে থাকবে। পুলিশকেও পূজা চলাকালীন সময়ে পুজা মণ্ডপে অবস্থান করে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।তিনি আরো বলেন, রাজনৈতিক কর্মসূচী শান্তিপূর্নভাবে পালন করলে...