Friday, April 26সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

মিয়ানমারের ইস্যুতে বাংলাদেশ ধৈর্য্যের পরিচয় দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ইস্যুতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, মিয়ানমারের উসকানিতে পা দিচ্ছে না বাংলাদেশ, চরম ধৈর্য্যের পরিচয় দিচ্ছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের বিফ্রিং শেষে এ কথা জানান তিনি। বেলা ১১টায় শুরু হয়ে প্রায় ১ ঘণ্টা ধরে চলে এ বিফ্রিং।

তিনি বলেন, মিয়ানমারের গোলা যাতে বাংলাদেশের ওপর না পড়ে। আমরা এমন কিছু করি নাই যাতে গোলা এসে আমাদের দেশে পড়বে। আমাদের কৃষকরা ভয় পাচ্ছে। ফসল ফলাতে পারছেন না। এসব বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের না ফিরিয়ে আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফয়দা লুটতে চায় মিয়ানমার।

কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দেয়নি, দিচ্ছে না, দেবেও না জানিয়ে মো. খুরশেদ আলম বলেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি নেপিদোর সঙ্গে সামরিকসহ সব স্তরে যোগাযোগ রাখছে ঢাকা।

গত ১৬ সেপ্টেম্বর রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের গোলা এসে বিস্ফোরণ ঘটে। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হন। আহত হন আরও অন্তত আটজন।

শেয়ার বাটন