
কুড়িগ্রামে পানিবন্দি ৪০ হাজার মানুষ এখনো দুর্ভোগে
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে সবকটি নদ-নদীর পানি কমে ২য় দফা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে পানিবন্দি ৪০ হাজার মানুষ এখনো দুর্ভোগে রয়েছেন।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড শনিবার (২ জুলাই) সকালে জানান, ধরলা নদীর পানি গতকাল দুপুর পর্যন্ত বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার রাত থেকে তা নিচ দিয়ে বইছে। ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানিও কমতে শুরু করেছে।
ফলে জেলার নতুন করে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। কিন্তু এ অবস্থায় ২য় দফা বন্যায় জেলা সদর, নাগেশ্বরী, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার চর ও দ্বীপচরের নিম্নাঞ্চলসমূহ প্লাবিত থাকায় পানিবন্দি মানুষের দুর্ভোগ এখনো কমেনি।
বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট। অনেক এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়িতে পানি রয়েছে। ফলে সেখানকার মানুষের কষ্ট রয়েছে। বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়া হলেও এখনও কিছ...