
লঞ্চের টিকেট বিক্রির আগেই বেপরোয়া দালাল চক্র
নিজস্ব প্রতিবেদক: ঈদ-উল ফিতরের এখনও বাকি দুই সপ্তাহ। ঢাকা-বরিশাল নৌরুটে ঈদকে সামনে রেখে চলাচলকারী লঞ্চের টিকেট বিক্রি এখনো শুরু হয়নি। এরইমধ্যে টিকেট কালোবাজারি শুরু হয়ে গেছে। লঞ্চের কাউন্টারগুলো থেকে নামে-বেনামে স্লিপ সংগ্রহ করছে দালালচক্রের সদস্যরা। ফলে অতীতের ন্যায় এবারও ঈদে নারীর টানে বাড়ি ফেরা বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের বৃহত অংশের যাত্রীদের দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পরার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন বরিশালের সচেতন মহল।
লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদে যাত্রী পরিবহনের জন্য বিশেষ সার্ভিস ছাড়াও ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী ২২টি বিলাসবহুল এবং বরিশালের অভ্যন্তরীণ রুটের ৩৫টি মিলে মোট ৫৭টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এর সাথে আরও লঞ্চ যুক্ত হতে পারে। এ ছাড়া বিশেষ সার্ভিস যাত্রীচাঁপের ওপর ভিত্তি করে ঈদের তিনদিন আগ থেকে পরের সাতদিন পর্যন্ত চালু রাখ...