
১১৫০ টাকায় মেসিকে খাওয়া যাবে!
স্পোর্টস ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফেতে মিলবে লিওনেল মেসির নামে বার্গার খাওয়ার সুযোগ। তাদের বার্গার মেন্যুতে নতুন সংযোজন ‘মেসি বার্গার’। খবরটি দিয়েছে ইয়াহু ফিন্যান্স।
হার্ড রক ক্যাফের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই চেইন রেস্টুরেন্টের শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি। নতুন করে হার্ড রক ক্যাফের সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করার কথা রয়েছে তার।
সেই চুক্তির অংশ হিসেবেই এখন থেকে তাদের মেন্যুতে দেখা যাবে মেসি বার্গার। যুক্তরাজ্যের গ্রাহকরা হার্ড রক ক্যাফে থেকে মেসি বার্গার খেতে পারবেন মাত্র ১০ পাউন্ড খরচ করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৫০ টাকার সমান।
মেসি বার্গারের বিশেষত্ব হলো ব্রইশ বানের মাঝে এটিতে দুটি বড় সাইজের বিফ প্যাটি থাকবে। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে। আর বার্গ...