নতুন ইসি দেশবাসীর প্রত্যাশা পূরণ করবে
সীমান্ত ডেস্ক:
নতুন নির্বাচন কমিশন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন নির্বাচন কমিশন গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিমত ব্যক্ত করেন তারা।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে একটি নির্বাচন উপহার দিতে নতুন ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান সরকারদলীয় নেতারা।
নতুন নির্বাচন কমিশনার একজন ভালো মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত। তার দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। এ ব্যাপারে আমরা আওয়ামী লীগের নেতারা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।
নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ‘নতুন নির্বাচন কমিশনার একজন ভালো মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত। তার দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। এ ব্যাপারে আমরা ...









