
শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারাল কুমিল্লা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর ফাইনালে ফরচুন বরিশালকে এক রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করে দুই বারের চ্যাম্পিয়নরা। জবাবে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১৫০ রান করে ফরচুন বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে (২০১৯) চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরের শক্তির বিচারে দুই দলই ছিল সমান। দুই দলেই ছিল তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল। শেষ পর্যন্ত দুই দলই খেলেছে ফাইনালে।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে কুমিল্লার দেয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার মুনিম শাহারিয়ার দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রানের খাতা না খুলে। শহিদুল ইসলামকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন বৃত্তের ভেতরে থাকা ফাফ ডু প্লেসির হাতে।
মুনিমের বিদায়ের পর ক্রিস গেইলকে নিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন সৈকত আলী...