
গণটিকা চলবে আরো ২ দিন
নিজস্ব প্রতিনিধি:
করোনা প্রতিরোধে সারা দেশে শুরু হওয়া গণটিকা কর্মসূচি আরও দুইদিন চলবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানুষের বিপুল আগ্রহ দেখে গণটিকার মেয়াদ আরো দুদিন বাড়ানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, চলমান গণটিকা কর্মসূচি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তখন দ্বিতীয় ডোজ আর বুস্টার ডোজের পাশাপাশি কেউ প্রথম ডোজের জন্য এলে তাকেও আমরা টিকা দেবো। দেশে যতজন টিকার উপযুক্ত, তাদের সবাইকে আমরা টিকার আওতায় আনব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট অনুযায়ী আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ কোটি। এর বেশি দিতে পারলে আমরা তাই দেবো।
এদিকে, আজ (শনিবার) বিকেলে গণটিকা কার্...