Friday, September 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি: আসুন কমাই সেবার ব্যবধান এই স্লোগানে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সাতক্ষীরা বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।
এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান¡ মোঃ নজরুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস সহ ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে সাতক্ষীরার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন