Tuesday, April 30সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

লক্ষ্মীপুরে জমি জবর দখলের পায়তারা, ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন

সাজ্জাদুর রহমান ফরহাদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জোর করে জমি জবর দখল করার পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার। শনিবার দুপুরে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তোফায়েল আহমেদ ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে তোফায়েল আহমেদ বলেন, সদর উপজেলার পালেরহাট বাজার এলাকায় আমাদের পৈত্রিক সম্পত্তির সাড়ে ১৫শতাংশ জমি ১০বছরের চুক্তিতে ভাড়া নেয় স্থানীয় এমদাদুল ইসলামের ছেলে মোরশেদ কামাল। সেখানে তারা একটি স্কুল ঘর নির্মান করে। তাদের সাথে চুক্তির ১০বছর ইতিপূর্বে শেষ হয়ে যায়। এতে জমিটি আমাদের প্রয়োজন হলে গত ৩বছর যাবত আমরা জমিটি ছেড়ে দিতে বলি। কিন্তু তারা জমি ছেড়ে না দিয়ে নানান তালবাহানা করছে। এ নিয়ে লক্ষ্মীপুর সদর থানায় বৈঠকও হয়েছে। তখন সদর থানার অফিসার ইনচার্জ ৭মাস সময় দিয়েছে। কিন্তু তারপরও তারা জমিটি ছাড়েনি। এদিকে গত ২২ সেপ্টেম্বর ভোর রাতে কে বা কারা স্কুল ঘরটি ভাঙচুর করে তা আমাদের জানা নেই। অথচ মোরশেদ কামাল আমাদের বিরুদ্ধে থানায় হয়রানিমূলক মামলা করে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তদন্ত করে প্রকৃত ঘটনা তুলে ধরা হোক এবং আমাদের জমি জবর দখল থেকে মুক্ত করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ, ভাই আবু তাহের, খোরশেদ আলম, ভাতিজা সফিকুল ইসলাম রাজু, ছেলে তোফাজ্জল হোসেন।

শেয়ার বাটন