

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা সদর ইউনিয়নে বৈচনা মাঝেরপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন ও ম্যানেজিং কমিটির সভাপতি হলেন পল্লী চিকিৎসক আবু সেলিম এবং সাধারণ সম্পাদক ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সদস্য মহিদুল ইসলাম। বৈচনা মাঝেরপাড়া শাহী জামে মসজিদের মুসল্লীগনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনীত (২০ অক্টোবর) শুক্রবার জুম্মার নামাজের পর শাহী জামে মসজিদের উন্নয়ন ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকল সদস্য, মুসুল্লাগনের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে এ কার্য সম্পাদন করা হয়েছে। এ সময় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে দোয়া পাঠ করেন বৈচনা মাঝের পাড়া শাহী জামে মসজিদের ইমাম মোঃ ছাব্বির হোসেন।