

সাইফুজ্জামান, মেহেরপুর: বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মেহেরপুর পৌঁছেছেন। মঙ্গলবার বিকালের দিকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মুস্তাফিজুর রহমান মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছান।
মেহেরপুর জেলা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ তৌহিদুল ইসলাম,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক,অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মারুফ আহমেদ বিজনসহ মেহেরপুর জজ কোর্টের অন্যান্য কর্মকর্তা, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহণ করেন।