Thursday, May 2সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

পারুলিয়া বাজার কমিটি বাতিলের দাবীতে ইউএনওর নিকট আবেদন

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার প্রানকেন্দ্র পারুলিয়া বাজার কমিটি বাতিলের দাবীতে উক্ত বাজারের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের দাবীর পরিপ্রেক্ষিতে আগামী কয়েকদিনের মধ্যে বাজারের সরেজমিনে যেয়ে সকলের মতামতের ভিত্তিতে কমিটির গঠন করা হবে বলে আশ^স্ত করেছেন। পারুলিয়া বাজার কমিটির সাবেক সভাপতি পারুলিয়া ইউনয়িন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বাজারের ব্যবসায়ী পলাশ হোসেন, এস.এম জাহিদ হোসান, আজিজুল হক ও মোস্তাফিজুরসহ ব্যবসায়ীরা লিখিত আবেদনটি জমা প্রদান করেন। ব্যবসায়ীদের লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, উক্ত বাজারে যুগ যুগ ধরে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বাজার কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় গত ০২-০৬-২২ ইং তারিখে বাজারের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির আগামী ৩ মাসের মধ্যে অর্থ্যাৎ ১০-০৯-২২ ইং তারিখে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে মাইকিং করে পারুলিয়া সেড মসজিদ প্রাঙ্গনে সকল ব্যবসায়ীদের আসার জন্য আহবান করে। উক্ত তারিখে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত পেশ করা হয়। কিন্তু পারুলিয়া ইউপি চেয়ারম্যান থানা B,N,P সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে গত ০৮-০৯-২২ ইং ইউএনওর স্বাক্ষরিত একটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে মর্মে প্রচার করে। যা উক্ত বাজার ব্যবস্থাপনা কমিটির গঠনতন্ত্রের পরিপহ্নী ও নীতিমালা বর্হিভূত। ব্যবসায়ীরা জানান, নীতিমালায় স্পষ্টভাবে বাজারের ব্যবসায়ীদের নির্বাচনের মাধ্যমে কমিটির সদস্য সচিব নির্বাচিত করতে হবে বলে উল্লেখ করা আছে বলে জানান। ব্যবসায়ীদের দাবীর বিষয়টি ইউএনও গুরুত্ব দিয়ে আগামী ২১ সেপ্টেম্বর সকলের মতামত নিয়ে নতুন করে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বলে বাজারের ব্যবসায়ীরা জানান।

শেয়ার বাটন