Monday, April 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নবাবগঞ্জে প্রায় ১যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও

মোঃ শাহীন‌উজ্জামান শাহীন, নিজস্ব প্রতিনিধি: নবাবগঞ্জে প্রায় ১যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান। দীর্ঘ প্রায় একযুগ পর নবাবগঞ্জের ইতিহাসে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্ধারকোঠার গোদারাঘাট ইছামতি নদী সংলগ্নে অবস্থিত আগলা ব্রীজের ঢালে জয়নগর এলাকায় এ উচ্ছেদ অভিযান চালিয়েছেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো.মতিউর রহমান।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ও মতিউর রহমান বলেন,

গালিমপুর মৌজাস্থিত জয়নগর এলাকায় ঢাকা নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরকারি জায়গার উপর
ও পাশেই ইছামতি নদী দখল করে পাকা স্থাপনা নির্মাণ,

ক্লাব ঘর,একটি রেস্টুরেন্ট ও দোকানপাট তৈরী করে অবৈধ ভাবে দখল করে রেখে ছিলো স্থানীয় জাহাঙ্গীর সহ অনেকে।

তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পত্তি দখলমুক্ত করতে এ অভিযান চলছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান অবৈধ দখলদারদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন,অবৈধ দখলকারীরা যত বড় শক্তিশালী হউক না কেন তাদের কে আইনের আওতায় আনা হবে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তিনি জানান এ অভিযান অব্যাহত সহ অবৈধভাবে দখলকৃত সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম সবসময় চলমান থাকবে।

উচ্ছেদ অভিযান পরিচালনার কাজে সহায়তা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.আব্দুল হালিম,নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম শেখ পিপিএম।

উচ্ছেদ চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান গালিমপুর ইউনিয়ন পরিষদের আজিজুর রহমান ভূইয়া আজিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার বাটন