Saturday, May 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ধানমন্ডি থানা কর্তৃক মানবিক সেবা অব্যাহত

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থায় তীব্র গরম আর প্রচণ্ড রোদে নাজেহাল অবস্থা মানুষের। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। যারা বিভিন্ন কাজে বাইরে বের হয়েছেন তারাও কাজ শেষে আবার দ্রুত ঘরে বা কর্মস্থলে ফেরার তাড়ায় রয়েছেন।
চলমান তাপপ্রবাহে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবার বেশ কয়েক জায়গায় এর চেয়েও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় সবাই ঘরে বা ছায়াযুক্ত স্থানে অবস্থান করলেও ধানমন্ডি থানা পুলিশ সদস্যরা তপ্ত রোদেও দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে সেবা প্রদান করে যাচ্ছে।
বাইরের প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হার মেনেছে তাদের দায়িত্বের কাছে। তবে বিষয়টি নিয়ে কষ্ট কিংবা অভিযোগ নেই কারোরই। হাসিমুখেই অন্য স্বাভাবিক সময়ের মতো পালাক্রমে দায়িত্ব পালন করেছেন ও ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষকে সেবা প্রদান করছেন। আজ ধানমন্ডিসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,দুস্থ মানুষের মাঝে ধানমন্ডি থানায় কর্তব্যরত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ খাবার পানি ও স্যালাইন বিতরণ দেখা যায়।
এ প্রসঙ্গে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম (বার) আমাদেরকে জানান,যতদিন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগ অবস্থা থাকবে ততদিন আমরা সাধারন মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাব। তাছাড়াও আমাদের মাননীয় উপ পুলিশ কমিশনার ও মানবিক পুলিশের উজ্জ্বল নক্ষত্র মাননীয় কমিশনার স্যারের নির্দেশ রয়েছে, যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমরা সাধারন মানুষের পাশে থাকবো এবং আমাদের সেবা অব্যাহত রাখবো।

শেয়ার বাটন