Tuesday, April 23সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় উন্নয়ন সংস্থা ছওয়াবের পক্ষ থেকে ১০০ গভীর নলকুপ বিতরণ

দেবহাটা প্রতিনিধি: বেসরকারী উন্নয়ন সংস্থা সোস্যাল এজেন্সী ফর ওয়েলফেয়ার এ্যান্ড এ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর পক্ষ ১০০ শত মানুষের মাঝে ফ্রি গভীর নলকুপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় অসহায়, দুঃস্থ মানুষের আর্সিনিকমুক্ত পানি পান করার জন্য ছওয়াবের চেয়ারম্যান এস.এম রাশেদুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় মাঝ পারুলিয়া বিশ্বাস বাড়ীতে নলকুপ বিতরণপূবর্ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। অনুষ্ঠানের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দেবহাট উপজেলার নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বক্তারা, ছওয়াবের এধরনের জনহিতকর কার্যক্রমে অংশগ্রহন করার জন্য ছওয়াবকে ধন্যবাদ জানান এবং সাথে সাথে আগামীতে ছওয়াবের কার্যক্রমের সেবা দেবহাটাবাসী যেন বেশি বেশি পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি, এম স্পর্স, আওয়ামী যুবলীগের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য গোলাম ফারুক, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, ফেয়ার মিশনের সাধারন সম্পাদক আবু রায়হানসহ স্থানীয় গণ্যমাণ্য বাক্তি ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছওয়াব ইতিমধ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ৩০টি গভীর নলকুপ খননকাজ শেষ করেছে। বর্তমানে আরো ১০০টি গভীর নলকুপ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হল। সমগ্রu অনুষ্ঠানটি পরিচালনা করেন ছওয়াব এর প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান। সমগ্র কার্যক্রম পরিচালনায় সহযোগীতা করে দেবহাটা ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন।

শেয়ার বাটন