Friday, May 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। স্বাগত বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। নাগরিক উদ্যোগের সাতক্ষীরা জেলা ভলান্টিয়ার দুলাল চন্দ্র দাস। এ ছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। তথ্য কর্মকর্তা মৌসুমী সুলতানা।যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তামির সিদ্দিকী। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্য। পি এস ও সদস্য। সিবিও সদস্য। প্রকল্পের চেইঞ্জ এজেন্ট এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

শেয়ার বাটন