Saturday, May 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় পশুর হাটে মূল্য নিয়ন্ত্রণে নির্বাহীর মনিটরিং

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) থেকে: দেবহাটায় পশুর হাটে মূল্য নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী মনিটরিং করেন।রবিবার ২০শে এপ্রিল) বিকালে এ মনিটরিং পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। শুরুতে গরুর বাজারের পরে ছাগল সহ বিভিন্ন দোকানের নিত্য প্রয়োজনীয় মালামালের দাম ও মান পরীক্ষা করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা। এছাড়া জুতা, কসমেটিক্স, রেস্টুরেন্ট, ভাজার দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান সহ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ওজন, পণ্যের পরিমাপ ও ভারতীয় পণ্য পরীক্ষা করেন এবং ক্রেতা-বিক্রেতাকে সচেতন করেন নির্বাহী কর্মকর্তা। এর আগে উপজেলা আইনশৃঙ্খলা সভায় বাজার মনিটরিং নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরই প্রেক্ষিতে রবিবার বিকালে পশুর হাট অভিযানে নামে প্রশাসন। এসময় পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, পারুলিয়া ইউনিয়ন ভুমি কর্মকর্তা খন্দকার আশরাফ হোসেন সহ ইউপি সদস্য রকিব অভিযান পরিচালনায় সহায়তা করেন।

শেয়ার বাটন