Friday, April 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২২ ইং সকাল সাড়ে ১০ টায় ৩০ মিনিটে জুম ক্লাউডের মাধ্যমে আইন-শৃঙ্খলা চোরা চালান সন্ত্রাস ও নাশকতার মানব পাচার যৌতুক ও বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় অন্যান্যের মধ্যে সভায় সংযুক্ত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,বি জি বি কমন্ডার ও আশা লতা সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় আইন-শৃঙ্খলা চোরা চালান সন্ত্রাস ও নাশকতার মানব পাচার যৌতুক ও বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন সহ উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন সারের ক্ষেত্রে আগে কৃষকদের স্বাদ দিতে হবে পরে মাছ চাষী বা ঘের চাষীদের উক্ত সব সভায় প্রধান অতিথি মহোদয় বললেন আমি দেখেছি যে আমার হোম ইউনিয়ন নওপাড়া খানজিয়া বর্ডার গার্ডের ওখানে ব্যাপক মাদকের ছড়াছড়ি এই মাদকের ছড়াছড়ি নিরোধ করার জন্য বিশেষভাবে প্রত্যেকের কাছে আহ্বান করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া বর্তমানে জাতীয়ভাবে বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়া এবং সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।

শেয়ার বাটন