Tuesday, April 30সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ঢাবির অধ্যাপক হাসান এ শাফীর মায়ের ইন্তেকাল

মোশাররফ হুসাইন, বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফীর মা শওকতুন্নেসা গত রোববার দিবাগত রাতে (২৮ নভেম্বর) আনুমানিক ১২টা ০৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বাদ আসর তাঁকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

প্রয়াত (অতি: সচিব) প্রফেসর এম শফীউল্লাহ এর সহধর্মিণী শওকতুন্নেসা দীর্ঘদিন যাবত হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি একাধারে পরোপকারী, দানশীল এবং অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যা ও তাঁদের জামাতা, ৭ জন নাতি-নাতনি, নিকটাত্মীয় এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর একমাত্র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাসান এ শাফী এবং কন্যাগণ মায়ের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

আগামী ০২ ডিসেম্বর ২০২২, শুক্রবার বাদ মাগরিব মরহুমার মোহাম্মদপুরের বাসভবনে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে পরিবারের পক্ষ থেকে অনুরোধ  জানানো হয়েছে।

শেয়ার বাটন