Saturday, April 27সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ঢাকা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থীর গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচন-২০২২ সারাদেশে একযোগে ৬১টি জেলার জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।

তার‌ই সূত্র ধরে ঢাকা জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসন-১ এর দোয়াত কলম প্রতীকের

সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী মাহমুদা আক্তারের গাড়িতে আজ হামলা করেছে কেরানীগঞ্জের দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকাল ১১টার পর কেরানীগঞ্জের কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে নিজের ভোট চাইতে প্রচারণায় কেরানীগঞ্জের রুহিতপুরের নতুন সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মাহমুদা আক্তার অল্পের জন্য রক্ষা পেলেও তার গাড়ীটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিক মাহমুদা তার ফেইসবুক লাইভে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এসময় কান্না করে বলেন,প্রতিপক্ষ তাকে নির্বাচন থেকে সরে দাড়াতে ভয় ভীতির উদ্দেশ্যে এসব করেছেন। মাহমুদা জানান,ঘটনার পরই তিনি এসব বিষয়ে নিবার্চন কমিশন ও পুলিশকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে কেরাণীগঞ্জ থেকে টেবিল ঘড়ির প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিলারা ইসলাম বলেন,এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে যারাই এসব করেছে তারা অন্যায় করেছে।

উল্লেখ্য,ঢাকা জেলা পরিষদের নির্বাচনে সংরক্ষিত মহিলা (আসন-১) সদস্য পদে দোহার,নবাবগঞ্জ,কেরানীগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে গঠিত ভোটার এলাকা। যার ভোটার সংখ্যা ৫৬০ জন।

এরমধ্যে দোহার ও নবাবগঞ্জে ভোটার ২৯০ জন। এখানে একমাত্র প্রার্থী মাহমুদা আক্তার দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

শেয়ার বাটন