Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটে হ্যান্ডবল লীগ খেলার উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে হ্যান্ডবল লীগ খেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলাটির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মীম আজিজ সাজ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান প্রমুখ।

উক্ত হ্যান্ডবল খেলায় ছেলেদের ২৪ টি ক্লাব ও মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করবে এবং আগামী ১৫ দিন ব্যাপী খেলা চলবে।

শেয়ার বাটন