Thursday, May 2সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোড শেডিং, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা রহিম হত্যার প্রতিবাদে এবং সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় তালায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার চরগ্রামের কপোতাক্ষ হাইস্কুল মাঠে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মীমিনী অ্যাড. শাহানারা পারভীন বকুল, কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক তারিকুল হাসান প্রমুখ।

বক্তারা এ সময়, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোড শেডিং, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা রহিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আছেন তাদের মুক্তির দাবী জানান।

শেয়ার বাটন