

আবু রায়হান, জয়পুরহাটঃ সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এ বছর জেলায় মোট ১২ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থীদের ৩১ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ।
এসব তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখার আব্দুল্লাহ আল মাহাবুব।