Friday, April 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় জোরপূর্বক দখলের বিষয়ে সাংবাদিক সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নোয়াপাড়া বড়হুলা গ্রামের লাঠিয়ার বাহিনী সুশান্ত ভূইয়ার গংদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ এপ্রিল, ২৩ ইং সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলার রামনাথপুর গ্রামের আকবর আলী সরদারের মেয়ে নুর নাহার কেয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের রামনাথপুর মৌজায় ১০ বিঘার একটি মৎস্য প্রজেক্ট রয়েছে। দীর্ঘদিন তারা সেখানে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করেন। ঐ মৎস্য প্রজেক্টের মধ্যে রামনাথপুর বড়হুলা গ্রামের রনজিত ভূইয়ার ছেলে লাঠিয়ার বাহিনী সুশান্ত ভূইয়ার গং ১৪ শতক জমি আছে। ঐ জমিটি তারা এওয়াজ বদল সূত্রে ভোগদখল করেন। কিছুদিন আগে উক্ত প্রজেক্টে আমি পানি তুলে মৎস্যের/মাছ ছেড়ে দিয়েছি। গত ২৮ এপ্রিল সকালে সুশান্ত ভূইয়ার গং আকষ্মিক কাউকে কিছু না জানিয়ে তার ঐ জমি ঘিরে নেয়ার জন্ম বহু লোকজন নিয়ে ভেড়িবাধের কাজ শুরু করেন। বিষয়টি তারা জানতে পেরে সেখানে গিয়ে বাধা দিলে সুশান্ত জোরপূর্বক কাজ করতে থাকে। হঠাৎ করে তাদের প্রজেক্টের মধ্যে ভেড়িবাধ দিলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরও কোন কাজ না হওয়ায় তারা দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। কিন্তু সুশান্ত স্থানীয় এক জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদদে জোরপূর্বক বেড়িবাঁধের কাজ অব্যাহত রেখেছে বলে নুর নাহার কেয়া সাংবাদিক সম্মেলনে দাবি করেন। এবিষয়ে তিনি তাদের মৎস্য সম্পদ রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার বাটন