Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

সাজ্জাদুর রহমান ফরহাদ, লক্ষ্মীপুর: ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দ্যেশ্য করে বলেছেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা
হচ্ছে বিএনপি। জঙ্গিবাদ কে তারা মদদ দিয়েছে তারা, সৃষ্টি করেছে তারা অথচ আমাদেরকে জঙ্গিবাদ বানানোর চেষ্টা করছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছি মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক
সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ব সংকটের জন্য সরকার একটু বিপদে পড়েছে, এতে সাধারন মানুষ কষ্টে আছে এটাকে পূঁজি করে বিএনপি রাজনীতি করছে। তাদের আর কোন পূঁজি নেই। পূঁজি একটাই মানুষকে উসকিয়ে দিচ্ছে, ক্ষেঁপিয়ে দিচ্ছে সরকারের বিরুদ্ধে। তারা সরকারের পতন চায়, অথচ সারা বিশ্বে এই সংকট আমাদের চেয়ে অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দ্যেশ্য করে আরো বলেন, খেলা হবে জঙ্গিবাদ,দেশের অর্থপাচার, অপশক্তি ও ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে,
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ বক্তা লক্ষ্মীপুর -৩ আসনের সংসদ সদস্য
একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, এম এ মমিন পাটওয়ারীসহ অনেকে।

ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বর মাসে খেলা হবে। খেলা হবে বিএনপির সাথে, আন্দোলনে খেলা হবে। ভোট চোরদের সাথে, জলিয়াতি, দুঃশাসন, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, হাওয়া ভবন বানিয়ে যারা টাকা লুট করে বিদেশে পাচার
করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। আর তারা (বিএনপি) নাকি আমাদের বিরুদ্ধে
খেলতে চায়। লক্ষ্মীপুরবাসী প্রস্তুত থাকুন, ডিসেম্বরকে কেন্দ্র করে অপশক্তি মাঠে নেমেছে। তাদের বিরুদ্ধে সবাই সজাগ থাকুন।
সভাশেষে পুনরায় মিয়া গোলাম ফারুক পিংকুকে সাভপতি, ও এড: নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার বাটন